ভাটপাড়ার নারায়নপুরে পুকুরে কাঠামো তুলতে গিয়ে ডুবে মৃত্যু




--------------------------------------------- ভাটপাড়া থানার কাঁকিনাড়ার নারায়ণপুর হরিচরণ তরফদার হাই স্কুলের পাশের একটি পুকুর থেকে এক মুক-বধির যুবকের মৃতদেহ উদ্ধার করলো পুলিশ। মৃতের নাম পাপ্পু দাস (২৪)। তাঁর ভাটপাড়া থানার মাদরাল নিউটাউনে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল আটটা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিল পাপ্পু। বাড়ির কাছাকাছি একটি পুকুর থেকে ওই মুক-বধির মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতের মায়ের দাবি, পুকুর থেকে কাঠামো তুলে বাড়িতে এনে ঠাকুর বানাতো পাপ্পু। সে সাঁতার জানতো না। কাঠামো তুলতে গিয়েই ওঁর জলে ডুবে মৃত্যু হয়েছে। এলাকার লোকজন পাপ্পুকে গভীর জলে তলিয়ে যেতে দেখেছে।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment