শিল্পাঞ্চলের একাধিক পুরসভার পুরপ্রধানের বাড়িতে ইডির তল্লাশি
-----------------------------------------------পুর নিয়োগ দুর্নীতি মামলায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক পুরপ্রধানের বাড়িতে ইডির তল্লাশি অভিযান। বরানগর পুরসভার চেয়ারপার্সন অপর্ণা মৌলিকের বাড়িতে বৃহস্পতিবার সাতসকালেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ান সঙ্গে নিয়ে হানা দিল ইডি-র অধিকারিকরা। এদিন সকালে কামারহাটির পুরপ্রধান গোপাল সাহার বাড়িতেও হানা দেয় ইডি। দফায় দফায় চলছে জিজ্ঞাসাবাদ।
অপরদিকে টিটাগড় পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রশান্ত চৌধুরীর বাড়িতেও তদন্ত চালাচ্ছে ইডির আধিকারিকরা। সূত্র বলছে, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের সংস্থার মাধ্যমে যে সমস্ত পুরসভায় তৎকালীন সময়ে নিয়োগ হয়েছিল। সেইসকল পুরসভার পুরপ্রধানের বাড়িতে এদিন তল্লাশি অভিযান চলছে।
ব্যুরো রিপোর্ট : কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজ লাইভের পর্দায়।।
Post a Comment