পর্যাপ্ত সামগ্রী না মেলায় নৈহাটীর গরিফায় রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের
-----------------------------------------------পর্যাপ্ত সামগ্রী না মেলায় রেশন দোকানে বিক্ষোভ গ্রাহকদের। নৈহাটি পুরসভার ৪ নম্বর ওয়ার্ডের গরিফা রামঘাট চৌমাথা এলাকার ঘটনা।
অভিযোগ, স্থানীয় রেশন দোকান থেকে ঠিকমতো সামগ্রী পাচ্ছেন না গ্রাহকরা। এমনকি লিংক না থাকায় গ্রাহকদের হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, উক্ত রেশন দোকানের কর্মচারীর বিরুদ্ধে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগও উঠেছে।
এদিকে গ্রাহক বিক্ষোভের খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর সুশান্ত সরকার। তিনি বলেন, মানুষ যাতে পরিষেবা থেকে বঞ্চিত না হন, তা তিনি অবশ্যই দেখবেন।
অপরদিকে দোকান মালকিন সন্দীপা বিশ্বাস বলেন, তিনি গ্রাহকদের অভিযোগগুলো অবশ্যই বিবেচনা করে দেখবেন।
ব্যুরো রিপোর্টঃ কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment