বেসরকারি স্কুলকে লিজে জমি দেওয়া থেকে পিছু হটল ভাটপাড়া পুরসভা
-------------------------------------------কাউন্সিলরদের আড়ালে রেখে কাঁকিনাড়ার একটি বেসরকারি স্কুলকে পুরসভার জমি লিজে দেওয়ার অভিযোগ উঠেছিল ভাটপাড়া পুরসভার চেয়ারপার্সন রেবা রাহার বিরুদ্ধে।
অবশেষে পুরসভার স্পোর্টস একাডেমির সেই জমি লিজ দেওয়া থেকে পিছু হটলেন চেয়ারপার্সন। পুরসভার জমি লিজে দেওয়ার প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার চেয়ারপার্সনের কাছে চিঠি দেন কয়েকজন কাউন্সিলর।
বুধবার পুরসভায় বিওসি মিটিংয়ে জমি লিজের বিষয়টি প্রত্যাহার করে নেন চেয়ারপার্সন। এপ্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, তিনি পুরপ্রধান থাকাকালীন কাঁটাপুকুর ময়দানটিকে সংস্কার করে স্পোর্টস একাডেমি গড়ে তুলেছিলেন।
এটি পুরসভার একমাত্র স্পোর্টস একাডেমি। কিন্তু সেই জমি একটি বেসরকারি স্কুলকে ৯৯ বছর লিজে দেওয়া হয়েছে। সাংসদের অভিযোগ, কাউন্সিলরদের আড়ালে রেখে চুপিচুপি রেজুলেশন করে পাশ করানো হয়েছে।
যদিও বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাটপাড়া উপ-পুরপ্রধান দেবজ্যোতি ঘোষ বলেন, আলোচনার মাধ্যমে জমি লিজের বিষয়টি প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment