বারাসাতে নিজের বাড়িতেই খুন একাকী বৃদ্ধা
-----------------------------------------------নিজের বাড়িতেই খুন হলেন একাকী বৃদ্ধা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বারাসাত থানার ন'পাড়া কালিবাড়ি এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃতার নাম শর্মিষ্ঠা মুন্সি( ৫৫ )। পুলিশের প্রাথমিক অনুমান, লুঠে বাঁধা পেয়ে ওই বৃদ্ধাকে খুন করেছে দুষ্কৃতীরা। যদিও এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে। জানা গিয়েছে, কর্মসূত্রে ছেলে পুনেতে আছেন। মেয়ের শ্বশুরবাড়ি বেলঘড়িয়ায়। সোমবার রাতে পুলিশ দরজা ভেঙে বৃদ্ধার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মৃতার জেঠতুতো ভাই কৌস্তভ চক্রবর্তী জানান, কয়েকদিন আগে জামাইবাবু মারা গিয়েছেন। দিদি বাড়িতে একাই থাকতেন। তার অভিযোগ, এলাকায় নেশাখোরদের দৌরাত্ম্য বেড়েছে। পিছনের দরজা ভেঙে দুষ্কৃতীরা ঘরে ঢুকেছিল। চুরিতে বাধা পেয়ে ওরা দিদিকে খুন করে চম্পট দিয়েছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment