শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক ইউনিয়নের অফিসের তালা ভাঙার অভিযোগ
-----------------------------------------------
শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় শ্রমিক ইউনিয়নের অফিসের তালা ভাঙার অভিযোগ
-----------------------------------------------শ্যামনগর এক্সাইড ব্যাটারি কারখানায় তৃণমূল সমর্থিত এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের অফিসের তালা ভাঙার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ, শুক্রবার বেলায় জগদ্দল থানার উপস্থিতিতে হাতুড়ি দিয়ে ইউনিয়ন অফিসের তালা ভাঙা হয়েছে। এই ঘটনা ঘিরে এদিন উত্তেজনা ছড়ালো এক্সাইড ব্যাটারি কারখানা গেটে। এক্সাইড পার্মানেন্ট মজদুর মোর্চা ইউনিয়নের কার্যকরী সভাপতি সঞ্জয় সিংয়ের অভিযোগ, আদালতের রায় থাকা সত্ত্বেও ইউনিয়ন অফিসের তালা ভেঙে দখল করে নেওয়া হয়েছে। এর প্রতিবাদ জানিয়ে ফের তারা আদালতের দ্বারস্থ হবেন।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment