সোদপুর রেল ওভারব্রিজে গায়ে প্যাচানো তারে আগুন
-----------------------------------------------শিয়ালদহ মেইন শাখার সোদপুর স্টেশন সংলগ্ন রেলওয়ে ওভার ব্রিজের গায়ে প্যাচানো তারে রবিবার বেলায় আচমকা আগুন লাগে।
আগুনের জেরে তিন এবং চার নম্বর লাইন দিয়ে বেশ কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রেলওয়ে ওভার ব্রিজের নীচে একাধিক দোকান থাকায় বড়সড় ঘটনার হাত থেকে রেহাই মিলেছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজ লাইভের পর্দায়।।
Post a Comment