বর্ধমান শহরের বর্ধমান স্টেশন লাগোয়া, চার খাম্বা এলাকা থেকে বিভিন্ন প্রজাতির টিয়া পাখি এবং ময়না পাখি সহ বর্ধমান আরপিএফ এক ব্যক্তিকে আটক করে এবং তাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়।
এদিন বনদপ্তরের এক আধিকারিক বলেন বর্ধমান শহরের চার খাম্বা এলাকা থেকে এক ব্যক্তিকে আটক করে বর্ধমান আরপিএফ তাকে বনদপ্তরের হাতে তুলে দেওয়া হয়। তার সঙ্গে পাওয়া যায় বেশ কিছু টিয়া পাখি ও ময়না পাখি।
ওই ব্যক্তি কলকাতার কোন এক ব্যক্তিকে এই পাখিগুলো বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল তাকে হাতেনাতে ধরে বর্ধমান আরপিএফ সঙ্গে থাকা এক ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হলেও ধৃত ব্যাক্তি পালাতে পারেননি। ধৃতের নাম জাহির মোহাম্মদ দুবরাজ দিঘীর বাসিন্দা আজ থেকে আদালতে পেশ করার জন্য পাঠানো হচ্ছে এবং বনদপ্তরের আধিকারিক আরো জানান দৃতকে সাত দিন রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়েছে মহামান্য আদালতের কাছে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে দেবাশীষ ঘোষ।।
উড়ান নিউজের পর্দায়।।
Post a Comment