বিরল অস্ত্রোপচারের সাক্ষী থাকলো বর্ধমানের মাদারল্যান্ড নার্সিংহোম ।


কঠিন এই অস্ত্র প্রচারের প্রাণ বাঁচল ভিন রাজ্যবাসী ১৩ মাসের শিশুর ।

প্রসঙ্গত এই ধরনের অস্ত্রোপচার খুবই ছোট শিশুর দেখা যায় না বলে জানান বিশিষ্ট চিকিৎসক সোমনাথ মুখার্জি। উল্লেখ্য ত্রিপুরা রাজ্যের বাসিন্দা  দ্বারিকা নাথ ও সুচিত্রা নাথের ১৩ মাসের শিশু পুত্র  শিবনাথ এর ব্রেনে জল জমে যায় l



 শিশুটিকে আগরতলা হাসপাতালে চিকিৎসা করিয়ে কোন সূরাহা হয়নি। এমনকি শিশুটি আর বাঁচবে না বলে জানান ওখানকার কর্তব্যরত চিকিৎসকেরা!! চিকিৎসার বিষয়টি বর্ধমানের একটি পরিচিতকে জানান দারোকা বাবু! তারই যোগাযোগের মাধ্যমে মাদারল্যান্ড নার্সিংহোমে এ ভর্তি  করেন! কলকাতা বিশিষ্ট নিউরোসার্জন তথাগত দত্ত এবং বর্ধমানের বিশিষ্ট এনাসথেসিয়া ডাক্তার মৃন্ময় এর উপস্থিতিতে এই বিরল ব্রেন অস্ত্রপ্রচার সফল হয়!! এখন শিশুটি সম্পূর্ণ সুস্থ আছে!! খুশি তার মা বাবা!! ধন্যবাদ জানান বর্ধমানের মাদারল্যান্ড নার্সিংহোম কর্তৃপক্ষকে!


ব্যুরো রিপোর্টঃ কুহেলী নস্করের সঙ্গে দেবাশীষ ঘোষ ।

উড়ান নিউজের পর্দায়।।

Post a Comment