ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ নৈহাটির হিন্দি মাধ্যম বিদ্যা বিকাশ হাই স্কুলের বিরুদ্ধে




-----------------------------------------------নতুন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠেছে নৈহাটির গরিফার হিন্দি মাধ্যম বিদ্যা বিকাশ হাই স্কুলের বিরুদ্ধে। অভিযোগ, নতুন শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে যেখানে সরকারি ধার্য করেছে ২৪০ টাকা। কিন্তু বিদ্যা বিকাশ হাই স্কুল অতিরিক্ত টাকা নিচ্ছে। তাছাড়া মার্কশিট প্রদান কিংবা ট্রান্সফার সার্টিফিকেট দেবার ক্ষেত্রেও টাকা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিভাবিকা স্বপ্না দেবী ও সুনিতা দাস জানান, নতুন শ্ৰেণীতে ভর্তির ক্ষেত্রে বিদ্যা বিকাশ হাই স্কুল ৯৫০ টাকা করে নিচ্ছে। কিন্তু গৌরীপুর অঞ্চলের অন্যান্য হিন্দি মাধ্যম স্কুলগুলো ভর্তির ক্ষেত্রে সরকার নির্ধারিত ২৪০ টাকা করেই নিচ্ছে। যদিও বিদ্যা বিকাশ হাইস্কুলের টিচার-ইন-চার্জ প্রণিতা সেন বলেন, প্রধান শিক্ষক এখন বাইরে আছেন। ওনি ফিরলে আলোচনায় বসে অভিভাবকদের দাবি মানার তারা চেষ্টা করবেন।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।

উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment