রহস্যজনকভাবে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী।।😱#viral_video #videos #highlights #everyone 

ভাটপাড়ার অবন্তীপুর মন্ডলপাড়া থেকে রহস্যজনকভাবে নিখোঁজ সপ্তম শ্রেণীর ছাত্রী


রহস্যজনকভাবে নিখোঁজ ভাটপাড়া থানার অবন্তীপুর মণ্ডলপাড়ার বাসিন্দা এক স্কুল ছাত্রী। গত ২ জানুয়ারি সকাল থেকে নিখোঁজ মন্ডলপাড়া গার্লস হাই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্রী জুয়েল ধর। আত্মীয়-পরিজনদের বাড়িতে খোঁজ চালিয়ে ওর কোনও সন্ধান মেলেনি।



 অবশেষে ওইদিন রাতেই ভাটপাড়া থানায় নিখোঁজের ডায়েরি করেন ওর বাবা প্রবোধ কুমার ধর। নিখোঁজ ছাত্রীর জেঠু-জেঠিমার অভিযোগ, সৎ মায়ের অত্যাচারে জুয়েল বাড়ি থেকে পালিয়েছে। এর আগেও চারবার বাড়ি থেকে অন্যত্র চলে গিয়েছিল। জানা গিয়েছে, জুয়েলের বয়স যখন মাত্র দুই বছর তিন মাস তখন তাঁর মা মারা যায়। ওর বয়স যখন সাত বছর তখন ওর বাবা ফের বিবাহ করেন।

ব্যুরো রিপোর্ট : বিশ্বজিৎ নাথ।

উড়ান নিউজ 

Post a Comment