ভাইয়ের বিয়ের কাপড় কিনতে গিয়ে দুষ্কৃতীর ছুরির আঘাতে টিটাগড়ে জখম ২

-----------------------------------------------আজ ভাইয়ের বিয়ে। ভাইয়ের বিয়ের কাপড় কিনতে মঙ্গলবার রাতে বন্ধুকে বাইকে বসিয়ে স্টেশন রোডের টিটাগর বাজারে গিয়েছিলেন টিটাগড় পুরানী বাজার এলাকার বাসিন্দা রেহান মেহতাব আলি।




 একটি দোকানের সামনে বাইক রেখে কাপড় কিনতে যায় মেহতাব আলি। কাপড়ের দোকান থেকে বাইকের কাছে আসতেই এক যুবক বলে এখানে বাইক রাখা যাবে না। তখন ওই যুবকের সঙ্গে মেহতাব আলি ও তার বন্ধুর কথা কাটাকাটি হয়। অভিযোগ, বাইক ঘোরাতেই মেহতাব ও তাঁর বন্ধুকে ছুরি দিয়ে এলোপাথাড়ি আঘাত করে হামলাবাজ যুবক পালিয়ে যায়। হামলার ঘটনায় জড়িত যুবকের পুলিশ খোঁজ চালাচ্ছে। টিটাগড় পুরসভার পুরপ্রধান কমলেশ সাউ ঘটনায় অভিযুক্তকে পাকড়াওয়ের দাবি করেছেন।


ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।


উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment