পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাঁকিনাড়ায় ট্রেন থেকে আহত মাধ্যমিক পরীক্ষার্থী
----------------------------------------------- পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে কাঁকিনাড়ায় ট্রেন থেকে পড়ে গিয়ে আহত এক মাধ্যমিক পরীক্ষার্থী। জানা গিয়েছে, কাঁকিনাড়া হাই স্কুলের সিট পড়েছে শ্যামনগর গুড়দহ ঋষি অরবিন্দ বিদ্যানিকেতনে। কাঁকি নাড়া হাই স্কুলের ছাত্র রাজকুমার সাউ পরীক্ষা শেষে শ্যামনগর স্টেশন থেকে ট্রেনে চেপে বাড়ি ফিরছিল। জগদ্দল ও কাঁকিনাড়া স্টেশনের মাঝে থুতু ফেলতে গিয়ে পোস্টে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় রাজকুমার। স্থানীয়রা তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে কল্যানীর জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহত পরীক্ষার্থীর বাড়ি ভাটপাড়া থানার কাঁকিনাড়ার ৫ নম্বর রেলওয়ে সাইডিংয়ে।
ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ নাথ।।
উড়ান নিউজ লাইভের পর্দায়।।
Post a Comment