ভাড়াটিয়াদের তান্ডবে অতিষ্ঠ শ্যামনগর মন্ডলপাড়া মনসাতলার বাসিন্দারা



-----------------------------------------------রাতভোর ভাড়াটিয়াদের তান্ডবে অতিষ্ঠ হয়ে উঠেছেন জগদ্দল থানার অধীনস্থ ভাটপাড়া পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের শ্যামনগর মন্ডলপাড়া মনসাতলার বাসিন্দারা। তান্ডবের প্রতিবাদ করায় ভাড়াটিয়াদের তরফে ধমকি দেবারও অভিযোগ উঠেছে। অবশেষে শুক্রবার এলাকাবাসী জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। জানা গিয়েছে, বাড়ির মালিক সুদীপ্ত ঘোষ এখানে থাকেন না। বাড়ির নিচ ও ওপরতলায় দুই ভাড়াটিয়া পরিবার বসবাস করেন। বাসিন্দাদের অভিযোগ, গভীর রাত পর্য্যন্ত ওই বাড়িতে বহিরাগত পুরুষ ও মহিলারা ভিড় জমায়। এমনকি মদ্যপ অবস্থায় গালিগালাজ ও নাচগান চলে। ঘটনার প্রতিবাদ করায় বৃহস্পতিবার রাতে ভাড়াটিয়ারা স্থানীয় বিশ্বজিৎ মুখার্জির বাড়িতে চড়াও হয় বলে অভিযোগ। জগদ্দল শহর তৃণমূল সভাপতি তথা ভাটপাড়া পুরসভার সিআইসি হিমাংশু সরকার বলেন, শুনেছি গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে বহিরাগতদের আনাগোনা হচ্ছে। এলাকাবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছে।

ব্যুরো রিপোর্ট কুহেলী নস্করের সঙ্গে বিশ্বজিৎ।।
উড়ান নিউজ লাইভের পর্দায়।।

Post a Comment