মুকুল পুত্র শুভ্রঅংশু রায়ের নিশানায় বীজপুর ও জগদ্দলের বিধায়ক




----------------------------------------------

এবার মুকুল পুত্র শুভ্রঅংশু রায়ের নিশানায় বীজপুর ও জগদ্দল কেন্দ্রের বিধায়ক যথাক্রমে সুবোধ অধিকারী ও সোমনাথ শ্যাম। মঙ্গলবার কাঁচড়াপাড়ার বাবু ব্লকে রক্তদান শিবিরের মঞ্চ থেকে সাংসদ অর্জুন সিং-কে নিশানা করেন দুই বিধায়ক। শুধু তাই নয়, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর তান্ডব চালানোর অভিযোগ নিয়েও তারা সরব হয়েছেন। বুধবার তাঁর জবাব দিলেন বীজপুর কেন্দ্রের প্রাক্তন বিধায়ক তথা কাঁচড়াপাড়ার উপ-পুরপ্রধান শুভ্রঅংশু রায়। বীজপুরের বিধায়কের নাম না করে শুভ্রঅংশু রায় বলেন, যিনি বা যারা ২০১৯ সালের লোকসভা ভোটের পর তান্ডবের কথা বলছেন, তারা তখন কোন দলে ছিলেন। অর্থাৎ শুভ্রঅংশু বলতে চেয়েছেন বীজপুরের বর্তমান বিধায়ক তখন তো বিজেপিতে ছিলেন। অপরদিকে নাম না করেই জগদ্দলের বিধায়ককেও আক্রমন করেন মুকুল পুত্র শুভ্রঅংশু রায়। তিনি বলেন, যিনি বড় বড় কথা বলছেন। তিনি তো তৃণমূল সম্বন্ধে কিছুই জানেন না। দল অনুমতি দিলে তিনি জগদ্দলে গিয়ে জগদ্দলের বিধায়কের জবাব দেবেন। শুভ্রঅংশু-র কথায়, যা বলার দলের অভ্যন্তরে বলা উচিত। মঞ্চে দাঁড়িয়ে বলা ঠিক নয়।

Post a Comment