চট্টায় বেহাল রাস্তার কারণে ইট বোঝাই লরি গর্তই পড়ে বিপত্তি ঘটনাস্থলে পুলিশ ।
ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুর রোডে রাইপাড়া থেকে চট্টা মাঝের পোল পর্যন্ত চলছে রাস্তা খুঁড়ে পানীয় জলের পাইপ বসানোর কাজ এর জেরে বেহাল দশা রাস্তার ইট বোঝায় লরি নিয়ে যাবার সময় গর্তই পড়ে বিপত্তি এরপর চট্টা কালিকাপুর রোডে তীব্র যানজট সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় পাশাপাশি ওই লরি থেকে ইট নামিয়ে গর্ত থেকে তোলা হয় প্রায় তিন ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয় লরির খালাসী পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করায় খালাসী কে আটক করল পুলিশ
স্থানীয়দের অভিযোগ চট্টা কালিকাপুর রোডে রাস্তা খুঁড়ে চলছে পানীয় জলের পাইপ বসানোর কাজ প্রায় এক বছর পার হলেও সম্পূর্ণ হয়নি কাজ এর জেরে নিত্যদিনই ঘটছে ছোট থেকে বড় দুর্ঘটনা চরম দুর্ভোগে গাড়ি চালক থেকে পথ চলতি সাধারণ মানুষ ও এলাকাবাসী ।
ব্যুরো রিপোর্টঃ কুহেলী নস্করের সঙ্গে ক্যামেরায় মাইদুল ইসলাম ।।
Post a Comment