"লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই" "ওই ডিমান্ড জাস্টিস" "বর্ধমান দিচ্ছে ডাক তিলোত্তমা বিচার পাক"  তিলোত্তমার বিচারের দাবিতে আবারো আওয়াজ উঠল শহর বর্ধমানে। 


বিভিন্ন রকমের স্লোগান তুলে শহরের পথে বর্ধমান হরিসভা বালিকা বিদ্যালয়ের  প্রাক্তনীরা সহ প্রাক্তনী শিক্ষিকারা আসল দোষীদের চিহ্নিতকরণের দাবিতে প্ল্যাকার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে পথে নামেন। বর্ধমান শহরের হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে কার্জন গেট পর্যন্ত বিশাল প্রতিবাদ মিছিল করে , তারপর কার্জন গেট চত্বরে  একে অপরের হাত ধরে বিক্ষোভ মিছিলে শামিল হন 



। প্রাক্তন শিক্ষিকা কবিতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন, মেয়েদের লড়াই করে বিচার চাইতে হবে কেন? সমাজের পরিকাঠামো সেই রকম হবে না কেন, যেখানে আমরা স্বাভাবিকভাবে জাস্টিস টা পাবো। 





*পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট উড়ান নিউজ*


Post a Comment