মহেশতলায় ডি ওয়াই এফ আই এর প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও 





মহেশতলা এসএফআই এবং ডি ওয়াই এফ আই এর পক্ষ থেকে প্রতিবাদ মিছিল করা হয়। আর জি করের ঘটনার প্রতিবাদ এবং ভাইরাল অডিও কান্ডে ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্তকে গ্রেফতারের প্রতিবাদে এই প্রতিবাদ মিছিল করা হয় বাটা   মোড় থেকে বজ বজ ট্রাঙ্ক রোড ধরে মিছিল নুঙ্গি মোড় হয়ে থানার সামনে এসে মহেশতলা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় কর্মী সমর্থকরা। এরপর মহেশতলা থানার বিপরীতে মানববন্ধন করা হয়।


ব্যুরো রিপোর্টঃ কুহেলী নস্করের সঙ্গে ক্যামেরায় মাইদুল ইসলাম।।

Post a Comment