চট্টায় বাইরের টোটো থেকে যাত্রী নামিয়ে বিক্ষোভ এলাকার টোটো চালকদের ঘটনাস্থলে পুলিশ 



ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের চট্টা কালিকাপুর রোডের টোটো চালকদের অভিযোগ প্রায় ১০০ বেশি টোটো চলে এর মাঝে বাইরের টোটো এসে যাত্রী তুলে নিয়ে চলে যাওয়ায় বাইরের টোটো থেকে যাত্রী নামিয়ে চট্টা বাসস্ট্যান্ডের কাছে বিক্ষোভ দেখাতে থাকে এলাকার টোটো চালকরা খবর পেয়ে ঘটনাস্থলে  কালিতলা আশুতি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে তবে চট্টা কালিকাপুর রোডে বন্ধ রয়েছে টোটো পরিষেবা রয়েছে উত্তেজনা


ব্যুরো রিপোর্টঃ কুহেলী নস্করের সঙ্গে ক্যামেরায় মাইদুল ইসলাম।

Post a Comment