স্বাস্থ্য দপ্তরে অবসর নেওয়ার পরেও রয়ে গেছেন আধিকারিকরা, স্বাক্ষর করছেন ডাক্তার হবার সার্টিফিকেটে
আর জি কর কাণ্ডকে কোনোভাবেই আমরা ভুলছি না ভুলবো না। আর জি কর কাণ্ড হবার পিছনে রয়েছে বৃহত্তর থ্রেট কালচার। যা অক্টোপাসের মত বিভিন্ন বিষয়কে জড়িয়ে রেখেছে।
কিন্তু তাদের মাথা হল হাইড্রার মত। অসংখ্য মাথা। এই মাথাগুলোর শাস্তি না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। শুক্রবার বর্ধমানের নেতাজী মূর্তির পাদদেশ থেকে গোলাপবাগ মোড় পর্যন্ত বর্ধমান মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার, প্রাক্তনীদের সমবেতভাবে প্রতিবাদ মিছিলে অংশ নিয়ে একথা জানালেন চিকিত্সক কৌশিক লাহিড়ী।
তিনি এদিন বলেন, স্বাস্থ্য দপ্তরে এমন ব্যক্তি আছেন, যাঁর অনেককাল আগেই অবসর হয়ে গেছে। তবুও তিনি রয়েছেন। এমনকি আছেনই শুধু নন, ডাক্তার হওয়ার সার্টিফিকেটে তাঁরই স্বাক্ষর থাকছে। ফলে তিনি যেমন অবৈধ, অনৈতিকভাবে ওই পদে বসে রয়েছেন, তেমনি তিনি যে সার্টিফিকেট ইস্যু করছেন তাও কার্যত
অবৈধ। অথচ দীর্ঘকাল ধরে এটা চলছে। কিভাবে চলছে, কার নির্দেশে চলছে - সমূলে তার উদঘাটনের জন্যই তাঁদের এই আন্দোলন চলবে।
*পূর্ব বর্ধমান থেকে দেবাশীষ ঘোষের রিপোর্ট উড়ান নিউজ*
Post a Comment