অপদার্থ মমতা সরকারের তোষণের বাজেটে অগ্রাধিকার দেখুন!



বেকারত্ব, দুর্বল পরিকাঠামো ও ভেঙে পড়া শিল্পের সঙ্গে লড়াই করছে বাংলা, অথচ অপদার্থ তৃণমূল সরকার নির্লজ্জ তোষণের রাজনীতি চালিয়ে যাচ্ছে! ২০২৫ এর বাজেটে বরাদ্দগুলোর দিকে শুধু তাকান:


# সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা – ₹৫,৬০২.২৯ কোটি


# ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র – ₹১,২২৮.৭৮ কোটি


# অপ্রচলিত ও পুনর্নবীকরণযোগ্য শক্তি – ₹৮২.৬৫ কোটি


# উত্তরবঙ্গ উন্নয়ন – ₹৮৬৬.২৬ কোটি


চাকরি সৃষ্টি, শিল্প সম্ভাবনার পুনরুজ্জীবন বা পরিকাঠামো উন্নয়নের প্রতি আপনার মনোযোগ কোথায় Mamata Banerjee? ক্ষুদ্র ব্যবসার তুলনায় একটি ক্ষেত্রে ৪.৫ গুণ বেশি বরাদ্দ পাচ্ছে কেন?


বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিবর্তে, তৃণমূল কংগ্রেস তাদের ভোট ব্যাংকের রাজনীতি চালিয়ে যাচ্ছে, যুব সমাজ ও উদ্যোক্তাদের স্বপ্ন ক্রমশ উপেক্ষা করছে। বাংলা এর থেকে নিষ্কৃতি চায়।


ব্যুরো রিপোর্ট : উড়ান নিউজ।।

Post a Comment